মেডিকেলে ভর্তির কোটা বিষয়ে সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:১১

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটসমূহে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে বলেও সিদ্ধান্ত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি ও প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর
ডব্লিউএইচও মহামারি চুক্তি গৃহীত হওয়ার পথে
দুটি গুরুত্বপূর্ণ সুদের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এনেছে চীন 
দিনাজপুর হাবিপ্রবির গবেষণায় রাসায়নিক ও কীটনাশকমুক্ত ধান উৎপাদনে সফলতা
ইসরাইলের বন্দরে হামলার হুমকি ইয়েমেন হুথির
বজ্রপাতে প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রশ্নে হাইকোর্টের রুল
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
২০২০ সালের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচার : বাংলাফ্যাক্ট
সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার
ব্রুকলিন ব্রিজের সাথে সংঘর্ষকারী জাহাজের নাবিকরা মেক্সিকোতে ফিরেছেন
১০