এসি তানজিল ও ওসি আবুল হাসানের বিষয়ে প্রতিবেদন দাখিলে তারিখ ৬ এপ্রিল

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:১৯

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ (বাসস) : মানবতাবিরোধী মামলায় রাজধানীর ওয়ারী জোনের এসি তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে আগামী ৬ এপ্রিল তদন্ত সংক্রান্ত প্রতিবেদন দাখিলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

প্রসিকিউশন জানায়, যাত্রাবাড়ির আইসিটিবিডি ৫/২০২৪ নম্বর মামলায় গ্রেফতার যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

প্রসিকিউশন পক্ষে বিএম সুলতান মাহমুদ দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আবেদন মঞ্জুর করে আগামী ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য করেছেন। একই সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম দুটি আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও মো. মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, এস এম মঈনুল করিম, মো. সাইমুম রেজা তালুকদার উপস্থিত ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন এ আসামিদের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়।

সে সময় প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার দুই বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তাইম ঘটনাস্থলে মারা যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০