সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব ইউজিসির

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:২৩

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর সরকারি সাত কলেজের জন্য ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে।

আজ বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করে এই নামটির প্রস্তাব করেন।

এ বিষয়ে অধ্যাপক এস এম এ ফায়েজ বাসসকে বলেন, ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্রদের মহান ত্যাগ ও আত্মদান রয়েছে। তাদের অনুভূতি ধারণ করে বিষয়টি স্মরণে রাখার জন্য ‘জুলাই ৩৬’ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা করা হয়েছে। এ বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। 

তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে আমরা আমাদের প্রস্তাবের কথা বলেছি তিনি এতে খুব খুশি হয়েছেন এবং এই নামকরণের প্রশংসা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আমরা সাত কলেজের ছাত্র-শিক্ষকদের সাথেও কথা বলেছি। প্রস্তাবনা ঠিক করে তাদের সাথে আবার আলোচনা করবো। আমরা দ্রুত এটি প্রতিষ্ঠা করতে পারবো বলে প্রত্যাশা করছি। তবে ছাত্ররা নামটি গ্রহণ করলে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০