সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব ইউজিসির

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:২৩

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর সরকারি সাত কলেজের জন্য ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে।

আজ বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করে এই নামটির প্রস্তাব করেন।

এ বিষয়ে অধ্যাপক এস এম এ ফায়েজ বাসসকে বলেন, ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্রদের মহান ত্যাগ ও আত্মদান রয়েছে। তাদের অনুভূতি ধারণ করে বিষয়টি স্মরণে রাখার জন্য ‘জুলাই ৩৬’ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা করা হয়েছে। এ বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। 

তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে আমরা আমাদের প্রস্তাবের কথা বলেছি তিনি এতে খুব খুশি হয়েছেন এবং এই নামকরণের প্রশংসা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আমরা সাত কলেজের ছাত্র-শিক্ষকদের সাথেও কথা বলেছি। প্রস্তাবনা ঠিক করে তাদের সাথে আবার আলোচনা করবো। আমরা দ্রুত এটি প্রতিষ্ঠা করতে পারবো বলে প্রত্যাশা করছি। তবে ছাত্ররা নামটি গ্রহণ করলে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০