ফটিকছড়িতে পাঁচ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২২
ইটভাটায় অভিযান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি  ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট।

অভিযানে তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ইটভাটা উচ্ছেদ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্ট অননুমোদিতভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় পাইন্দং ইউনিয়নের পাঁচ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ ও জরিমানার ব্যবস্থা নেন।

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি)’র চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও কাজী ইফতেখার উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০