ফটিকছড়িতে পাঁচ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২২
ইটভাটায় অভিযান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি  ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট।

অভিযানে তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ইটভাটা উচ্ছেদ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্ট অননুমোদিতভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় পাইন্দং ইউনিয়নের পাঁচ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ ও জরিমানার ব্যবস্থা নেন।

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি)’র চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও কাজী ইফতেখার উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০