ফটিকছড়িতে পাঁচ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২২
ইটভাটায় অভিযান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি  ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট।

অভিযানে তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ইটভাটা উচ্ছেদ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্ট অননুমোদিতভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় পাইন্দং ইউনিয়নের পাঁচ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ ও জরিমানার ব্যবস্থা নেন।

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি)’র চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও কাজী ইফতেখার উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০