ফটিকছড়িতে পাঁচ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২২
ইটভাটায় অভিযান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি  ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট।

অভিযানে তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ইটভাটা উচ্ছেদ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্ট অননুমোদিতভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় পাইন্দং ইউনিয়নের পাঁচ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ ও জরিমানার ব্যবস্থা নেন।

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি)’র চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও কাজী ইফতেখার উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত
১০