ফটিকছড়িতে পাঁচ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২২
ইটভাটায় অভিযান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি  ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট।

অভিযানে তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ইটভাটা উচ্ছেদ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্ট অননুমোদিতভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় পাইন্দং ইউনিয়নের পাঁচ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ ও জরিমানার ব্যবস্থা নেন।

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি)’র চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও কাজী ইফতেখার উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০