রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২২:০২
প্রতীকি ছবি

রাজশাহী, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরাঞ্চলের বন্যা কবলিত চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন দুটি উচ্চ বিদ্যালয়ের ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসতে না পারায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ (১৪ আগস্ট) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান জানান, বন্যায় চকরাজাপুর ইউনিয়নটির রাস্তা-ঘাটসহ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেকেই ক্লাসে আসতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ রাখতে ছুটি ঘোষণা করেছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেন, পানিবন্দি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ইতোমধ্যেই ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র খোলার ব্যাপারে কাজ চলছে। যেকোনো ধরনের দুর্যোগ থেকে বাঁচতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ দিনের বন্যায় ইউনিয়নটির প্রায় ১৭ শ’ বিঘা জমির আবাদি ফসলসহ গোচারণ ভূমি ও রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। পদ্মা ভাঙনের ঝুঁকিতেও রয়েছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর চারপাশে ৫০টি পরিবার। যাদের ঘরে পানি উঠেছে তারা মাচা করে থাকছেন আর অন্য জায়গায় রান্না করে আনছেন। এছাড়াও ওই ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাঘা উপজেলার প্রায় ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০