বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২৩:১২
ছবি: আইএসপিআর

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার কাবাডি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় গত ১০ আগস্ট। উদ্বোধন করেন স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।

চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দল ৫৫-৪৪ পয়েন্টে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলই টুর্নামেন্টজুড়ে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে, তবে কক্সবাজার ঘাঁটির দৃঢ় মনোবল ও কৌশলগত শ্রেষ্ঠত্বই তাদের জয় এনে দেয়।

বিশেষ পারফরম্যান্সের জন্য কর্পোর‌্যাল রাজু আহমেদ (ঘাঁটি কক্সবাজার)কে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এলএসি ওসমান গনি (ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার)কে উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। তিনি চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক, কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা, এমওডিসি (বিমান), প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের সদস্য এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ প্রতিযোগিতা বিমান বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, দলগত সংহতি ও খেলাধুলায় পারদর্শিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০