নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আজ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। ছবি : বাসস

নড়াইল, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার আর, বি,এফ,এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের আয়োজনে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বীর মুক্তিযোদ্ধা এসএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সার্জারী বিশেষজ্ঞ ডা. শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স, লে: কর্ণেল (অব.) এসএম সাজ্জাদ হোসেন, দন্ত চিকিৎসক ডা. শামীম আতিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. আশরাফুজ্জামান ঝিন্টু। উদ্বোধক হিসেবে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।

ডা. শরীফ জাহাঙ্গীর আতিক বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের আয়োজনে চতুর্থতম ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী, সার্জারী বিশেষজ্ঞসহ বিভিন্ন রোগের প্রায় ২১জন বিশেষজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৩হাজার রোগিকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

এছাড়া বিনামূল্যে ডায়াবেটিক ও রক্ত পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্প ছাড়াও প্রতিমাসের শেষ শুক্রবার শহরের বাসভবনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে বিদেশি বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে: এলজিডি সচিব
চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মিয়ানমারে পাচারকালে ১৭ টন ইউরিয়া সার উদ্ধার
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী ডেল কাস্টিলো 
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন রিমান্ডে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
১০