ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

ময়মনসিংহ, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বেলা ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার দিগারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইয়াসিন আবির (১৯) ও মেহেদী হাসান (২০)। নিহত ইয়াসিন আবির ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা। অন্যদিকে তার বন্ধু মেহেদী হাসান নগরীর পুরোহিত পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে চুরখাই বাজার থেকে মোটরসাইকেল যোগে শহরের দিকে আসছিলেন দুই বন্ধু ইয়াসিন আবির ও মেহেদী হাসান। পথিমধ্যে সদর উপজেলার দিগারকান্দা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইবন্ধু ইয়াসিন আবির ও মেহেদী হাসান। 

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
১০