ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

ময়মনসিংহ, ৩১ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বেলা ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার দিগারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইয়াসিন আবির (১৯) ও মেহেদী হাসান (২০)। নিহত ইয়াসিন আবির ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা। অন্যদিকে তার বন্ধু মেহেদী হাসান নগরীর পুরোহিত পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে চুরখাই বাজার থেকে মোটরসাইকেল যোগে শহরের দিকে আসছিলেন দুই বন্ধু ইয়াসিন আবির ও মেহেদী হাসান। পথিমধ্যে সদর উপজেলার দিগারকান্দা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইবন্ধু ইয়াসিন আবির ও মেহেদী হাসান। 

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০