শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধু সংগঠন ‘কুমিল্লা’-৮৭ 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় বন্ধু সংগঠন ‘কুমিল্লা-’৮৭’র শীত-বস্ত্র বিতরণ। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘মানুষ-মানুষের-জন্য’ এই বিশ্বাস মনে-প্রাণে লালন ও ধারন করে বন্ধু সংগঠন ‘কুমিল্লা-’৮৭’র পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় বন্ধু সংগঠন ‘কুমিল্লা-’৮৭’র সদস্যরা নিম্ন-আয়ের অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারনে ৫শ’রও বেশী জনের হাতে শীত-বস্ত্র কম্বল তুলে দেন। 

কুমিল্লা ‘৮৭’র বন্ধু শামসুদ্দিন দিদার, আব্দুস সাত্তার, সৈয়দ ফারুক ও টিপু সুলতানের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়। তারা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, পার্ক, বাস টার্মিনালসহ কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন।

আজ শুক্রবার ‘কুমিল্লা-’৮৭’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে কম্বল বিতরণের কথা উল্লেখ করে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থবান মানুষের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব-বোধ এবং একইসাথে ‘মানুষ-মানুষের-জন্য’-এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ সংগঠন সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

১৯৮৭ সালে এসএসসি পাশ করা সহপাঠীদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন কুমিল্লা-’৮৭ ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে সাধ্য অনুযায়ী সহায়তা করে যাচ্ছে। দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ সংগঠনের কর্ম-তৎপরতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত
১০