শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধু সংগঠন ‘কুমিল্লা’-৮৭ 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় বন্ধু সংগঠন ‘কুমিল্লা-’৮৭’র শীত-বস্ত্র বিতরণ। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘মানুষ-মানুষের-জন্য’ এই বিশ্বাস মনে-প্রাণে লালন ও ধারন করে বন্ধু সংগঠন ‘কুমিল্লা-’৮৭’র পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় বন্ধু সংগঠন ‘কুমিল্লা-’৮৭’র সদস্যরা নিম্ন-আয়ের অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারনে ৫শ’রও বেশী জনের হাতে শীত-বস্ত্র কম্বল তুলে দেন। 

কুমিল্লা ‘৮৭’র বন্ধু শামসুদ্দিন দিদার, আব্দুস সাত্তার, সৈয়দ ফারুক ও টিপু সুলতানের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়। তারা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, পার্ক, বাস টার্মিনালসহ কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন।

আজ শুক্রবার ‘কুমিল্লা-’৮৭’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে কম্বল বিতরণের কথা উল্লেখ করে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থবান মানুষের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব-বোধ এবং একইসাথে ‘মানুষ-মানুষের-জন্য’-এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ সংগঠন সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

১৯৮৭ সালে এসএসসি পাশ করা সহপাঠীদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন কুমিল্লা-’৮৭ ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে সাধ্য অনুযায়ী সহায়তা করে যাচ্ছে। দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ সংগঠনের কর্ম-তৎপরতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০