রংপুরে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:০৭
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ রংপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : বাসস

রংপুর, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খাঁন সুজনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা ডন বলেন, গণখুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে। 

তিনি বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া এখন সময়ের দাবি। এতে করে জনগণ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে। তারেক রহমান বিদেশে থাকলেও বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। হিংসার রাজনীতি তারেক রহমান পছন্দ করেন না। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে বিপদে-আপদে রংপুরের প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো। 

অনুষ্ঠানে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পলাশ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

তারেক রহমানের পক্ষ থেকে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন জায়গায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান বিএনপি নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০