রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:২২

রংপুর, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  রংপুরে শুক্রবার সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। এ ঘটনায় আরো চারজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম বাসস’কে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নাইট কোচটি দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কের বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, সকালে কুড়িগ্রামগামী একটি বাস পুলিশ ফাঁড়ির সামনে যাত্রী নামানোর সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আরেকটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ২০ যাত্রী আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০