রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:২২

রংপুর, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  রংপুরে শুক্রবার সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। এ ঘটনায় আরো চারজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম বাসস’কে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নাইট কোচটি দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কের বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, সকালে কুড়িগ্রামগামী একটি বাস পুলিশ ফাঁড়ির সামনে যাত্রী নামানোর সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আরেকটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ২০ যাত্রী আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
১০