বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯

সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু 

সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু । ছবি ; বাসস

নোয়াখালী, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস)ঃ  জেলার সুবর্ণচরে নিজ বাড়িতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত আরমান (১৭) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকায় আজ সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। সে সৈকত সরকারি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে তার বাবার উপস্থিতিতে একটি দেশীয় কাঠবাদাম গাছের ডাল কাটতে গাছে উঠলে হঠাৎ সে হাত ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উপজেলার চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।