ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় শান্তি উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩
ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘১ম জাতীয় শান্তি উৎসব’ উদযাপিত হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘১ম জাতীয় শান্তি উৎসব’ উদযাপিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই উৎসব উদ্বোধন করেন। 

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাকেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরফান আশিকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। 

তিনি বলেন, আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। 

এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে বিভেদ দূর করতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গোলটেবিল আলোচনা, আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শান্তি র‌্যালি, কনসার্ট, পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব উদযাপিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের ইন্তেকাল, উপাচার্যের শোক
সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা 
ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
জনগণের টাকায় নদী খনন শুরু, আসছে সরকারি বরাদ্দ
জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর
১০