দেশের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই : আমানুল্লাহ

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৮
শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। ছবি : বাসস

ঢাকা, ১ ফেব্রয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, দেশের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই। দরকার শুধু ভালো সিলেবাস, জবাবদিহিতা, সুশাসন এবং রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ।

আজ শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে আমানুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার অবকাঠামোতে বিগত সময়ে রাজনীতি, দলাদলি সৃষ্টি করে বৈষম্য, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

আমানুল্লাহ আরও বলেন, বিগত সময়ের মত আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে কোনো অরাজকতা সৃষ্টি করা যাবে না এবং শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্যও থাকবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের কলেজের ভেতরে দলাদলি, রাজনীতি না করে ক্লাসে মনোযোগী এবং শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনা করানোর প্রতি গুরুত্বারোপ করে ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যাতে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়ার কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা জাতির ভবিষ্যৎ মানব সম্পদ, তোমরাই পারবে জাতির রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্করণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, আইসিটি, ট্রেড কোর্স, প্রফেশনাল কোর্সের সমন্বয়ে অধ্যায়ন ব্যবস্থা করছি, যাতে তোমরা ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে চাকরির বাজারে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারো।’

তিনি বলেন, ‘২০২৪ জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীরা যে ভয়াবহতা দেখেছে, এর ফলে প্রতিটি শিক্ষার্থী মানসিকভাবে ট্রমাতে রয়েছে। এই ট্রমা থেকে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় ও সুস্থ মনোবল তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মশালা শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মশালা করা হবে।’

সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি তাহসিনুর রহমান। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মনিপুরে চাঁদাবাজির ঘটনায় ৪ জন গ্রেফতার 
এনবিআর চেয়ারম্যানের ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন 
শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে আসছে, চুক্তির চাপ বাড়াচ্ছেন ট্রাম্প 
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম
চৌদ্দগ্রামে ৩ মামলায় খালেদা জিয়াসহ বিএনপি ও জামায়াত নেতাদের অব্যাহতি
আমাদের আনা পরিবর্তন অনিয়মকারীদের স্বার্থে আঘাত হেনেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে
১০