শিরোনাম
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলা এবং খুলনায় অস্ত্রসহ চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।
এতে জানানো হয়, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করে।
এ সময় ১টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি পাইপগান (একনালা), ১টি চাপাতি ও ১টি ছুরি, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদিসহ আটক করা হয়।
এ ছাড়াও খুলনার সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অন্য একটি অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুন এবং যশোর অঞ্চলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশকে আটক করা হয়।
আসামিদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট জারি থাকায় ওই এলাকায় পলাতক অবস্থায় আত্মগোপনে ছিল।
এ ছাড়াও মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ১১টি এবং আকাশের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান অব্যাহত থাকবে।