রংপুরে শৈত্যপ্রবাহ : বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০
রংপুরে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। ছবি : বাসস

রংপুর, ২ফেব্রুয়ারি, ২০২৫ ( বাসস) : বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা রংপুরের জনজীবন। বেলা ১১ টা গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। 

আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের কোল ঘেঁষা উত্তর এ জনপদে এখন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। 

ফলে তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রাও ওঠা-নামা করছে। দিনভর কনকনে ঠান্ডার পর বিকেল বেলাতে কুয়াশা আরো বাড়তে থাকে। 

আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে রংপুরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাসসকে জানান, ৭ ফেব্রুয়ারি  পর্যন্ত রংপুরের তাপমাত্রা আরও কমতে পারে।

রংপুরের ওপর দিয়ে বয়ে চলা এ শৈত্যপ্রবাহে ছিন্নমূল আর ভাসমান মানুষের দুর্ভোগ বেড়েছে। এখনো অনেক শীতার্তের ভাগ্যে জোটেনি মোটা কাপড় বা কম্বল। 

বিশেষ করে তিস্তা উপকুলবর্তী  এলাকায় শীত আরো তীব্রতর। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এসব এলাকার  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ মাঠ ঘাটে যেতে পারছেন না। খাদ্যাভাবে  কষ্ট পাচ্ছেন দিনমজুররা। 

তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০