রংপুরে শৈত্যপ্রবাহ : বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০
রংপুরে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। ছবি : বাসস

রংপুর, ২ফেব্রুয়ারি, ২০২৫ ( বাসস) : বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা রংপুরের জনজীবন। বেলা ১১ টা গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। 

আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের কোল ঘেঁষা উত্তর এ জনপদে এখন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। 

ফলে তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রাও ওঠা-নামা করছে। দিনভর কনকনে ঠান্ডার পর বিকেল বেলাতে কুয়াশা আরো বাড়তে থাকে। 

আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে রংপুরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাসসকে জানান, ৭ ফেব্রুয়ারি  পর্যন্ত রংপুরের তাপমাত্রা আরও কমতে পারে।

রংপুরের ওপর দিয়ে বয়ে চলা এ শৈত্যপ্রবাহে ছিন্নমূল আর ভাসমান মানুষের দুর্ভোগ বেড়েছে। এখনো অনেক শীতার্তের ভাগ্যে জোটেনি মোটা কাপড় বা কম্বল। 

বিশেষ করে তিস্তা উপকুলবর্তী  এলাকায় শীত আরো তীব্রতর। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এসব এলাকার  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ মাঠ ঘাটে যেতে পারছেন না। খাদ্যাভাবে  কষ্ট পাচ্ছেন দিনমজুররা। 

তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০