চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩
চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

চাঁদপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিমকে শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রেসক্লাব গুরুত্ব ও মানের দিক দিয়ে অনেক বড়। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

তিনি বলেন, চাঁদপুর শহরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জেলা শহর করার সব রকম সুযোগ আছে। প্রশাসনের সহযোগিতা নিয়েই তা করতে হবে। সকলের সাথে মিলে মিশে শহরটি সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। তবে অপরিকল্পিত ভাবে বালু কাটলে শহরকে টিকানো যাবে না। প্রশাসনের নজরদারি থাকলে অন্যায় ভাবে বালু কাটতে পারবে না। তাই সকল বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় আরো বক্তৃতা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, মোরশেদ আলম, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।

মতবিনিময় সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য এবং গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মনির চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৭ মে
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার ভোটের এক সপ্তাহ আগে লিবারেলদের এগিয়ে থাকার ইঙ্গিত
চিলিতে চীনা মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা
গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে
সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
এটিএম আজহারের আপিল শুনানি কার্যতালিকায় আসবে কাল
লালমনিরহাটে দুদকের গণশুনানি শুরু
জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন
১০