বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের রংপুরে সংযুক্তি বাতিলের দাবি

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬
বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের রংপুরে সংযুক্তি বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর নেতৃবৃন্দ। । ছবি: বাসস

রংপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি, নৃশংস হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে আসা দুই পুলিশ কর্মকর্তা এবং ডিআইজি অফিসে আসা আরেক অতিরিক্ত ডিআইজির সংযুক্তি বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর নেতৃবৃন্দ।

শনিবার রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মতিঝিল এলাকায় মূল দায়িত্বপ্রাপ্ত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোবিন্দ চন্দ্র। তিনি গণঅভ্যুত্থানে ওই এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা-নির্যাতন চালিয়েছেন, রক্তাক্ত করেছেন। নৃশংস হামলা চালানো এই কর্মকর্তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

ইমতি বলেন, আরেক পুলিশ কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ ছাত্রলীগ করতেন। তিনিও এই অভ্যুত্থানে হামলা-নির্যাতনে অংশ নিয়েছেন। তাকেও রংপুরে বদলি করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই দুই কর্মকর্তার রংপুরে সংযুক্তি বাতিল করতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তা করা হয়নি। আমরা অনতিবিলম্বে তাদের সংযুক্তি বাতিল চাই।

তিনি আরও বলেন, শুধু ওই দুই কর্মকর্তাই নন, রংপুর ডিআইজি অফিসে মাসুদ আহমেদ নামে আরেক অতিরিক্ত ডিআইজি সংযুক্ত আছেন, তিনিও ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তাকেও এখান থেকে সরাতে হবে।

এসময় উষ্মা প্রকাশ করে ইমতিয়াজ বলেন, রংপুর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত এই কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। তারা এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, এখনো অনেক জায়গায় পতিত স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে রয়েছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। 

এসময় তিনি রংপুরে নেসকোর বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে রংপুরের উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দ দেয়াসহ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণসহ ট্রেনের সংখ্যা বৃদ্ধি, গ্যাসভিত্তিক কলকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি, শ্যামাসুন্দরী খাল সংস্কারসহ জন-আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, সদস্য-সচিব রহমত আলী, যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০