দিনাজপুর শহরের পাঁচ শতাধিক মন্ডপে চলছে পূজার আয়োজন, প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তত পুলিশ  

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪
সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।ছবি ; বাসস

দিনাজপুর, ২ ফেব্রুয়ারি,  ২০২৫ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আগামীকাল। এ উপলক্ষে সারাদেশে চলছে সরস্বতী পূজার প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা শহরের পাঁচ শতাধিক মন্ডপে চলছে পূজার আয়োজন।  প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তত স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। 

সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। সনাতন ধর্মের শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এসময় বাড়িতে নির্মাণ করা হয় অস্থায়ী মন্দির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষভাবে পূজা উদযাপনের ব্যবস্থা করা হয়ে থাকে। 

দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, সরস্বতী পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য   তিনি সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।  

তিনি আরো জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ  এবছর  জেলা শহরের পাঁচ শতাধিক পূজা মন্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে।  

সরেজমিনে দিনাজপুর শহরের বড় বন্দর দূর্গা মন্ডপে গিয়ে দেখা যায়, শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। তাদের সুনিপুণ হাতে তৈরী হচ্ছে বিভিন্ন আকারের প্রতিমা। কাঁদামাটি, বাঁশ ও খড় দিয়ে সরস্বতী প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। শেষ মূহুর্তে রঙ-তুলির আঁচড়ে  দেবীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে ব্যস্ত তারা। পছন্দ অনুযায়ী প্রতিমার অর্ডার ও ক্রয় করতে ক্রেতাদের আনাগোনাও বেড়েছে। জেলার ১৩টি উপজেলায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে এসব প্রতিমা তৈরী হচ্ছে। 

দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বাসসকে বলেন, আগামীকাল ৩ ফেব্রুয়ারি সোমবার পূজা শুরু হতে যাচ্ছে। এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, রং-তুলির কাজ শেষে প্রতিমা পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত এসব প্রতিমা বিক্রয় হবে। তবে গত কয়েক বছরের চেয়ে চলতি বছর সরস্বতী পূজার আয়োজন কমে গেছে। ফলে প্রতিমার চাহিদা ও কিছুটা কমেছে। তবে প্রতিমা তৈরীর সরঞ্জামাদির দাম বেড়ে যাওয়ায় এবছর প্রতিমা প্রতি দু'শত থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম  বেড়েছে

শহরের দশ মাইল রোডের প্রতিমার কারিগর রমাকান্ত রায় বলেন, প্রতিমা তৈরীর সব জিনিস পত্রের দাম বেশী, তাই প্রতিমার দাম কিছুটা বেড়েছে। আকার ভেদে এক হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত প্রতিটি প্রতিমা বিক্রয় করা হচ্ছে। বর্তমান সময়ে দ্রব্য মূল্যের দাম বেশী হওয়ায় প্রতিমা তৈরী করে বিক্রিতে লাভ এখন কম হয়। তবুও দীর্ঘদিনের এই পেশাকে ধরে রাখতেই কাজ করছি। 

জেলার খানসামা উপজেলার পাকেরহাট হাসপাতাল রোডের প্রতিমা তৈরীর কারিগর পরেশ রায় বলেন, প্রায় ২০ বছর ধরে প্রতিমা তৈরি করি। জিনিস পত্রের দাম বেশী হওয়ায় লাভ কম তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পূজায় প্রতিমা তৈরীর কাজ করছি। 

প্রতিমা কিনতে আসা শিক্ষার্থী  জগদীশ রায় বলেন,  প্রতি বছরের মত এবারও সরস্বতী পূজা উদযাপন করব। তাই পছন্দের প্রতিমা অর্ডার দিতে এসেছি। তবে এবার দাম একটু বেশী। তবুও বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে স্কুল ও বাসায় সল্প পরিসরে আয়োজনের চেষ্টা চলছে।  

জেলা প্রশাসক  রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় নিরাপদে সরস্বতী পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০