ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা, বেড়েছে জনদুর্ভোগ

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গত দুই দিনে জেলার তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে চুয়াডাঙ্গা। গভীর রাত থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। ২০/৩০ মিটার দুরের কোন কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাস্তা ঘাট ভিজে গেছে। জনদুর্ভোগে পড়েছে লাখো মানুষ। দিনের বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

প্রাতভ্রমনে বের হওয়া চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার রাজ্জাক ও  রাশেদ বলেন, রাত ১২ টা থেকে চুয়াডাঙ্গায় কুয়াশা পড়া শুরু হয়েছে। সকালে পুরো শহর কুয়াশায় ঢেকে ছিলো। চলতি মৌসুমে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে বলে মনে হয়।  এতে আমাদের ভোগান্তি বেড়ে গেছে। বিশেষ করে যারা রাস্তায় চলাচল করছে তাদের বেশি সমস্যা হচ্ছে। 

আবহাওয়া  অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বাসসকে জানান, গত রাত থেকে কুয়াশা অনেক বেড়েছে।  আজ রবিবার সকাল ৬টায় দৃষ্টিসীমা ছিলো ৫০০ মিটার ও সকাল ৯টায় ছিলো ৮০০ মিটার। আবহাওয়া স্বাভাবিক থাকলে দৃষ্টিসীমা থাকে ৩/৪ কিলোমিটার। এই আবহাওয়া আগামীকাল  সোমবার পর্যন্ত অব্যহত থাকতে পারে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ।

আজ দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ কুয়াশাচ্ছন্ন ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০