ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা, বেড়েছে জনদুর্ভোগ

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গত দুই দিনে জেলার তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে চুয়াডাঙ্গা। গভীর রাত থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। ২০/৩০ মিটার দুরের কোন কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাস্তা ঘাট ভিজে গেছে। জনদুর্ভোগে পড়েছে লাখো মানুষ। দিনের বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

প্রাতভ্রমনে বের হওয়া চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার রাজ্জাক ও  রাশেদ বলেন, রাত ১২ টা থেকে চুয়াডাঙ্গায় কুয়াশা পড়া শুরু হয়েছে। সকালে পুরো শহর কুয়াশায় ঢেকে ছিলো। চলতি মৌসুমে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে বলে মনে হয়।  এতে আমাদের ভোগান্তি বেড়ে গেছে। বিশেষ করে যারা রাস্তায় চলাচল করছে তাদের বেশি সমস্যা হচ্ছে। 

আবহাওয়া  অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বাসসকে জানান, গত রাত থেকে কুয়াশা অনেক বেড়েছে।  আজ রবিবার সকাল ৬টায় দৃষ্টিসীমা ছিলো ৫০০ মিটার ও সকাল ৯টায় ছিলো ৮০০ মিটার। আবহাওয়া স্বাভাবিক থাকলে দৃষ্টিসীমা থাকে ৩/৪ কিলোমিটার। এই আবহাওয়া আগামীকাল  সোমবার পর্যন্ত অব্যহত থাকতে পারে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ।

আজ দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ কুয়াশাচ্ছন্ন ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০