পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাড়ে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু 

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাড়ে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু । ছবি ; বাসস

মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এ তথ্য নিশ্চিত করেছে। 

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে ফগ লাইট ঢেকে যাওয়ায় গতরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি জানান, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে হাসনা হেনা, গোলাম মওলা, ভিগার, শাহ পরান ও শাহ এনায়েতপুরীসহ পাঁচটি ফেরি এবং শাহ কেরামত আলী, কুমিল্লা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শহীদ বরকত, গৌরী ও কপোতীসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। আজ সকাল ৯টার পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু  হয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় শাহ আলী, ধানসিঁড়ি ও চিত্রাসহ তিনটি ফেরি কাজিরহাট ঘাটে এবং খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কিষানীসহ তিনটি ফেরি আরিচা ঘাটে আটকে পড়ে। রোববার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে সূত্র জানায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৭ মে
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার ভোটের এক সপ্তাহ আগে লিবারেলদের এগিয়ে থাকার ইঙ্গিত
চিলিতে চীনা মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা
গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে
সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
এটিএম আজহারের আপিল শুনানি কার্যতালিকায় আসবে কাল
লালমনিরহাটে দুদকের গণশুনানি শুরু
জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন
১০