পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাড়ে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু 

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাড়ে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু । ছবি ; বাসস

মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এ তথ্য নিশ্চিত করেছে। 

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে ফগ লাইট ঢেকে যাওয়ায় গতরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি জানান, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে হাসনা হেনা, গোলাম মওলা, ভিগার, শাহ পরান ও শাহ এনায়েতপুরীসহ পাঁচটি ফেরি এবং শাহ কেরামত আলী, কুমিল্লা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শহীদ বরকত, গৌরী ও কপোতীসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। আজ সকাল ৯টার পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু  হয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় শাহ আলী, ধানসিঁড়ি ও চিত্রাসহ তিনটি ফেরি কাজিরহাট ঘাটে এবং খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কিষানীসহ তিনটি ফেরি আরিচা ঘাটে আটকে পড়ে। রোববার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে সূত্র জানায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০