পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাড়ে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু 

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাড়ে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু । ছবি ; বাসস

মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এ তথ্য নিশ্চিত করেছে। 

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে ফগ লাইট ঢেকে যাওয়ায় গতরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

তিনি জানান, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে হাসনা হেনা, গোলাম মওলা, ভিগার, শাহ পরান ও শাহ এনায়েতপুরীসহ পাঁচটি ফেরি এবং শাহ কেরামত আলী, কুমিল্লা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শহীদ বরকত, গৌরী ও কপোতীসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। আজ সকাল ৯টার পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু  হয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় শাহ আলী, ধানসিঁড়ি ও চিত্রাসহ তিনটি ফেরি কাজিরহাট ঘাটে এবং খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কিষানীসহ তিনটি ফেরি আরিচা ঘাটে আটকে পড়ে। রোববার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে সূত্র জানায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০