সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া আরো দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
১৬ ঘন্টাপর ২ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। ছবি ; বাসস

সিরাজগঞ্জ, ২ ফেব্রুয়ারি ২০২৫ ( বাসস): বন্ধুর বাড়িতে বেড়াতে এসে জেলার কামারখন্দে ফুলজোড় নদীতে গোসলে নেমে ৩ বন্ধু নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর ২ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দলের সদস্যরা। এর আগে, নিখোঁজের চার ঘণ্টার মাথায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাফিন ইসলাম (১৫) নামের অপর ছাত্রের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ দুপুরে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুল শিক্ষার্থীরা হলেন, জেলা শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের পুত্র সারজিল (১৬), বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর পুত্র কৃষ্ণ নিয়োগী (১৫) এবং ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের পুত্র রাফিন ইসলাম (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। পরে তারা ছয়জন বিকেলের দিকে স্থানীয় ফুলজোড় নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায় এবং অপর তিনজন সাঁতরে ওপরে উঠে আসে। তাদের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আজ রবিবার বেলা ১১ টা ৪৫ মিনিটে সারজিল ও দুপুর ১২ টা ১০ মিনিটে কৃষ্ণ নিয়োগীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চলাকালে গতকাল শনিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে নিখোঁজ অপর দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পেতে সময় বেশি লেগেছে। ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলে নিখোঁজ ৩ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, নিখোঁজের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ নিখোঁজদের আত্মীস্বজনেরা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
১০