আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭
আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু। ছবি: বাসস

মানিকগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)  জানিয়েছে, পদ্মা নদীর উপরিভাগ ঘন কুয়াশায় আবৃত থাকায় গতরাত ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয। 

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান,  রাত ১২টা ১৫ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়।

উপ-মহাব্যবস্থাপক আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় হাসনাহেনা, গোলাম মওলা, শাহ পরান, শাহ এনায়েতপুরী, শাহ কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বরকত, গৌরী, বনলতা, ভিগার ও কপোতিসহ ছয়টি ফেরি এসময় দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিলো।  

এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে ৮.১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ জানান, রোববার রাত ১২:৩০ টা থেকে সোমবার সকাল ৮:৪০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মনিপুরে চাঁদাবাজির ঘটনায় ৪ জন গ্রেফতার 
এনবিআর চেয়ারম্যানের ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন 
শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে আসছে, চুক্তির চাপ বাড়াচ্ছেন ট্রাম্প 
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম
চৌদ্দগ্রামে ৩ মামলায় খালেদা জিয়াসহ বিএনপি ও জামায়াত নেতাদের অব্যাহতি
আমাদের আনা পরিবর্তন অনিয়মকারীদের স্বার্থে আঘাত হেনেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে
১০