আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭
আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু। ছবি: বাসস

মানিকগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)  জানিয়েছে, পদ্মা নদীর উপরিভাগ ঘন কুয়াশায় আবৃত থাকায় গতরাত ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয। 

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান,  রাত ১২টা ১৫ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়।

উপ-মহাব্যবস্থাপক আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় হাসনাহেনা, গোলাম মওলা, শাহ পরান, শাহ এনায়েতপুরী, শাহ কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বরকত, গৌরী, বনলতা, ভিগার ও কপোতিসহ ছয়টি ফেরি এসময় দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিলো।  

এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে ৮.১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ জানান, রোববার রাত ১২:৩০ টা থেকে সোমবার সকাল ৮:৪০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০