আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭
আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু। ছবি: বাসস

মানিকগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)  জানিয়েছে, পদ্মা নদীর উপরিভাগ ঘন কুয়াশায় আবৃত থাকায় গতরাত ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয। 

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান,  রাত ১২টা ১৫ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়।

উপ-মহাব্যবস্থাপক আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় হাসনাহেনা, গোলাম মওলা, শাহ পরান, শাহ এনায়েতপুরী, শাহ কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বরকত, গৌরী, বনলতা, ভিগার ও কপোতিসহ ছয়টি ফেরি এসময় দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিলো।  

এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে ৮.১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ জানান, রোববার রাত ১২:৩০ টা থেকে সোমবার সকাল ৮:৪০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০