বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত। ছবি ; বাসস

বগুড়া, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। 

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) ও মঞ্জুরুল আলীর ছেলে মিথুন (১৯)। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তারা এক মোটর সাইকেলে তিনজন একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।  

নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, গত রোববার বিকেলে তিনটি মোটরসাইকেল যোগে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ তিন বন্ধুর মৃত্যু হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০