রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন । ছবি ; বাসস

রংপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন হয়েছে। আজ সোমবার সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে আবাসিক হলসমূহে এবং বিভাগ গুলোতে পৃথক পৃথক ভাবে মোট ২৬টি মণ্ডপে এই পূজার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন শিক্ষার্থীরা। 

সকালে পূজা মণ্ডপ গুলোর পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।

সরস্বতী পূজা উপলক্ষে বেরোবি উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে সকল বিভাগের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সরস্বতী পূজা আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় উপাচার্য বলেন, সম্প্রীতি বজায় রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলারসহ সব কাজে পারস্পারিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪ সালে রেকর্ড ৩৮৩ সাহায্য কর্মী নিহত : জাতিসংঘ
মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার দায়িত্ব নিলেন তারেক রহমান
ইবির ১৯ শিক্ষককে শোকজ নোটিশ প্রদান
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬৪ মামলা
খুলনায় সাবেক এমপি-মেয়রসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেফতার
রামগতির সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস: হামাস কর্মকর্তা
অবৈধ গ্যাস: ৫ লাখ ৯০ হাজার টাকার জরিমানা আদায়
দেশের কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
১০