মুন্সীগঞ্জে ৩ শিল্প প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭
মুন্সীগঞ্জে ৩ শিল্প প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান। ছবি ; বাসস

মুন্সীগঞ্জ ,৩ ফেব্রুয়ারি,২০২৫ ( বাসস ) : পরিবেশ আইন অমান্য করায় গতকাল রাতে ৩ শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান  করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান ,গতকাল  রোববার বিকেল থেকে রাত রাত ৯ পর্যন্ত  পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমাণ আদালত পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান  পরিচালনা করে।এ সমময় পরিবেশের ছাড়পত্র না থাকায় এবং ইটিপি বন্ধ করে তরল বর্জ্য নদীতে ফেলায় বর্ণালী ফেব্রিক্স লিমিটেড ২ লক্ষ টাকা এবং এশিয়া পেপার এন্ড বোর্ড মিল লিমিটেডকে ৩ লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদারতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম।

অপর এক আদালত  পশ্চিম মুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টর কে পরিবেশের ছাড়পত্র না থাকায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এছাড়া খোলা অবস্থায়  কাচাঁমাল এবং নির্মাণ সামগ্রী রাখায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।আদালত পরিচালনা করেন  চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান , পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচারক মোঃ সানোয়ার হোসেন ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০