উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১ আপডেট: : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪
উৎসবমুখর পরিবেশে সারা দেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা উদযাপন। ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে সোমবার বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। তবে পঞ্জিকা মতে, পঞ্চমী তিথি রোববার সকাল থেকে শুরু হওয়ায় অনেক বাসা-বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে এদিন পূজা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। পূজাকে ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত ছিল বিভিন্ন পূজা মণ্ডপ।

দিনটি ‘শ্রী পঞ্চমী’ বা ‘বসন্তী পঞ্চমী’ নামেও পরিচিত। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে এ পূজার আয়োজন করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে একহাতে বীণা ও অন্য হাতে পুস্তক, চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে পূজা করেছেন ভক্তরা। সকাল ৭টায় প্রতিমা স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হয়। এরপর বাণী অর্চনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের পুকুরের মধ্যে নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়। এছাড়াও রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হলসহ মেয়েদের হলগুলোতেও আলাদাভাবে সরস্বতীর আরাধনার আয়োজন করা হয়।

ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক অনন্য নিদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের পূজায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। যে কারণে এ পূজা হয়ে ওঠে সম্প্রীতির এক অতুলনীয় সার্বজনীন মেলবন্ধন। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সহকারে পূজা দেখতে ও পূজা করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাবি’র পূজা মণ্ডপগুলোতে ছুটে আসেন অনেকেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে-মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে। অঞ্জলি শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে দেবীর আরাধনা করা হয়। এছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, শাখারী বাজার, তাঁতি বাজার, ভোলাগিরি মন্দির, বনানী ও রমনা কালী মন্দিরসহ মণ্ডপে-মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন ছিল চোখে পড়ার মতো। পূজা উপলক্ষে শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি ছিল।

এদিকে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শনে গিয়ে তারা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০