নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

নরসিংদী, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাজায়েল ভূইয়া রয়েল (২৫), পলাশের জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশের শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মো. ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মো. জাহিদ মোল্লা (২৪) ও পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম (২৬)।

ওসি এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতরা নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী) মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের দুটি গাড়ি হতে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০