বান্দরবানে অপহৃত সাত শ্রমিক মুক্ত

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭
বান্দরবান জেলার লামা উপজেলায় অপহৃত সাত শ্রমিক মুক্তি পেয়েছেন। ছবি: বাসস

বান্দরবান, ৪ ফেব্রুয়ারি ২০২৫, (বাসস): জেলার লামা উপজেলায় অপহৃত সাত শ্রমিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন- কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুইজনের নাম জানা যায়নি।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃত সাত শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস জানিয়েছিলেন, সাত শ্রমিক চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারেন।

শনিবার রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধারে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০