সঠিক কাঠামো অনুসরণ করা গবেষণা কার্যক্রমের জন্য অত্যন্ত জরুরি : চুয়েট ভিসি

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া আজ চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন। ছবি বাসস

চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, গবেষণা প্রস্তাবনা যে কোন গবেষণার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে।

তিনি বলেন, গবেষণা প্রস্তাবনার ওপর ভিত্তি করেই একজন গবেষক সামগ্রিক গবেষণাকর্ম পরিচালনা করে থাকেন। সঠিক কাঠামো অনুসরণ করা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। গবেষণায় প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করলে গবেষণার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা অধিক বৃদ্ধি পায়।

তিনি বলেন, আসলে রুটিন করে কাগজ-কলম নিয়ে পড়ার টেবিলে বসে সাধারণত রিসার্চের আইডিয়া তেমন পাওয়া যায় না। কল্পনা শক্তি বাড়াতে হবে। বিজ্ঞানসম্মত কিছু অনুশীলন আছে, সেগুলো চর্চা করতে হবে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে “প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট”- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট ভিসি একথা বলেন।

চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া ও সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল
দেশে ফিরেই সংবর্ধনায় সিক্ত হলেন আফঈদা, ঋতুপর্ণারা
৮ জুলাই : সারাদেশে ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন, দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম
গণঅভ্যুত্থানের তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো সন্ধ্যায়
মুন্সীগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত 
জামালপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন
ইয়েমেন জুড়ে হুথিদের অবস্থানে ইসরাইলের হামলা
ইয়েমেন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া করা হয়েছে: ইসরাইলি সেনাবাহিনী
প্রথম শুল্ক চিঠি পাঠানো শুরু হবে আজ থেকে : ট্রাম্প 
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে দ্রুত নির্বাচন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
১০