মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসি’র

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
মঙ্গলবার ইউজিসিতে এক কর্মশালায় ইউজিসি সদস্য ও অন্যান্যরা। ছবি: বাসস

ঢাকা, ৪ ফেব্রয়ারি, ২০২৫(বাসস): বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এ কথা বলেন।

শিগগিরই ইউজিসিতে একটি সেল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা শাখার অধীন বিজনেস স্টাডিজ উপশাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে এই সভার আয়োজন করে কমিশনের রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয় সমূহের গবেষণার তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ইউজিসি’র সক্রিয় বিবেচনায় রয়েছে। গবেষণায় পেটেন্ট লাভে গবেষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এসব পদক্ষেপে দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আসবে বলে তিনি মনে করেন।

সভায় গবেষকরা মানসম্মত গবেষণা ও প্রকাশনায় নজর দেওয়া, গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রকল্পের ডকুমেন্টেশন ব্যয় কমিয়ে আনা, জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে এমন প্রকল্পে বেশি বিনিয়োগ করা, একাডেমিয়া ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা জোরদার করা, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি, যথাযথ রেফারেন্স ব্যবহার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে সহায়তা প্রদান, গবেষণা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, নতুন জ্ঞান সৃজনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সেমিনারে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে করেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার, প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর মমতাজ আক্তার ও আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০