শিরোনাম
টাঙ্গাইল, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার বাসাইল উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ইটভাটার মালিককে মোট চারলাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড ও মেসার্স এইচ এম বি ব্রিক ফিল্ডকে একলাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট তিনলাখ টাকা এবং কাশিল ইউনিয়নের বাংড়া এলাকার মেসার্স কিং ব্রিক ফিল্ডকে একলাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।