দূষণবিরোধী অভিযানে ১৩ হাজার ৪২০ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৪

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সারাদেশ থেকে পরিবেশ অধিদপ্তর ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

এ সময় দোকান মালিকদের এ বিষয়ে সতর্ক করা হয়।

আজ মঙ্গলবার নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৭টি মামলা দেওয়া হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে  ৩টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমণের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
ঝুঁকিপূর্ণ পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ : সাহস, প্রতিভা ও দায়িত্ববোধের অনন্য সাক্ষর
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
নবমীতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
১০