কুমিল্লায় ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২
কুমিল্লায় কাভার্ডভ্যান ভর্তি পলিথিন জব্দ। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি সোয়া ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানে তল্লাশি করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করা হয়। নিষিদ্ধ পলিথিন ভর্তি মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন-সহ গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার বেনাপুল গ্রামের  আবদুস সামাদের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আক্তার জানান, জব্দ পলিথিনসহ মঙ্গলবার সন্ধায় কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০