কুমিল্লায় ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২
কুমিল্লায় কাভার্ডভ্যান ভর্তি পলিথিন জব্দ। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি সোয়া ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানে তল্লাশি করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করা হয়। নিষিদ্ধ পলিথিন ভর্তি মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন-সহ গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার বেনাপুল গ্রামের  আবদুস সামাদের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আক্তার জানান, জব্দ পলিথিনসহ মঙ্গলবার সন্ধায় কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
ঝুঁকিপূর্ণ পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ : সাহস, প্রতিভা ও দায়িত্ববোধের অনন্য সাক্ষর
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
নবমীতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
১০