চুয়াডাঙ্গায় ৬ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন 

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
আজ বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গায় ৬ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন ।ছবি ;বাসস

চুয়াডাঙ্গা, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : জেলায় ৬ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা  হয়েছে। 

আজ বুধবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও  জাতীয় মহিলা সংস্থা তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক বাস্তবায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে প্রকল্পের সার্বিক সহযোগিতায়  এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ। 

জেলা প্রশাসক বলেন, নারী উদ্যোক্তারা চমৎকার করে তাদের স্টলগুলো সাজিয়েছেন। তিনি মেলায় আসার জন্য সকলকে আহ্বান জানান। মেলায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলায় ৩৭ টি স্টল স্থান পেয়েছে। স্টলের মধ্যে নারী উদ্যোক্তাদের  তৈরি বিভিন্ন ধরনের পিঠা, পুলি, পায়েস, ফ্যাশন হাউজ, পুথির তৈরি সামগ্রী, হ্যান্ডি ক্রাফট। স্টলগুলো  সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায়  বিশেষ আকর্ষন রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আহতদের ছবি সংবলিত একটি স্টল। 

আগামী ১০ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০