নওগাঁয় পেট্রোল পাম্প ধর্মঘট : ভোগান্তিতে যানবাহন চালকরা

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬
নওগাঁয় পেট্রোল পাম্প ধর্মঘট : ভোগান্তিতে যানবাহন চালকরা। ছবি ;বাসস

নওগাঁ,  ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বগুড়ার আদমদীঘি উপজেলার দুটি পেট্রোল ফিলিং স্টেশনে দখল উচ্ছেদ চালিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন (বাপেওএ)। 

হঠাৎ ডাকা এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।  

আজ বুধবার সকাল ৮টা থেকে নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রোল পাম্প গুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাপেওএ এর রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল। 

সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্ট্রেশনে সামনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে দড়ি টানিয়ে পাম্পে গাড়ি প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন গাড়ির চালকেরা তেল নিতে এসে ফিরে গেছে। একই অবস্থা দেখা গেছে, শহরের আব্দুল জলিল শিশু পার্ক সংলগ্ন মজুমদার ফিলিং স্টেশন, জেলখানার মোড় এলাকায় রফিক ফিলিং স্টেশন ও পার-নওগাঁ ফিলিং স্টেশনে। পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের। 

মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে তেল নিতে আসা পিকআপ চালক সাইফুল আলম বলেন, একটা ভাড়া পাইছি। নওগাঁ থেকে ঢাকায় ভাড়ায় যেতে হবে। গাড়িতে অল্প তেল আছে। বড়জোর বগুড়া পর্যন্ত যাওয়া যাবে। তেল নেওয়ার জন্য পাম্পে এসে দেখি বন্ধ। পাম্প গুলো  নাকি ধর্মঘট ডাকিছে। আগে থেকে ঘোষণা দিলো কালকেই গাড়িতে তেল ভরে রাখতাম। এখন তেল না পাইলে আমার ভাড়াটা মাইর যাবে।

বালুডাঙ্গা বাসস্টান্ডে সকালে কথা হয় কয়েকজন বাস চালকের সঙ্গে। তারা জানান, নিয়ম অনুযায়ী ভোরবেলা তেল ভরে তারা যাত্রী পরিবহনের কাজ শুরু করেন। যারা ভোরে তেল নিয়েছে,তারা পাম্পে গিয়ে তেল পেয়েছে। তবে ৮টার পর থেকে পাম্পে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আগে থেকে ঘোষণা দিলো সবাই অন্তত এক-দুই দিনের তেল ভরে রাখতো। এখন গাড়িতে যে পরিমাণ তেল আছে তাতে হয়তো আধাবেলা কিংবা এক দিন চলবে। তেলের অভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে তাদেরকে উপার্জনহীন থাকতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বাসসকে বলেন, পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিটি আমার নজরে এসেছে। বগুড়ার সওজ বিভাগ বগুড়ায় উচ্ছেদ অভিযান চালায়। তারপরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাতে নওগাঁ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে আলোচনা হয়েছে। আজকে আবারও আলোচনায় বসার কথা রয়েছে। আশা করছি, বিষয়টি দ্রুত সুরাহা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০