বীরগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১০
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার অর্জুনাহার গ্রাম থেকে চোরাচালানকালে তিন কোটি পঁচানব্বই লাখ টাকা মূল্যের একটি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। ছবি: বাসস

রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার অর্জুনাহার গ্রাম থেকে চোরাচালানকালে তিন কোটি পঁচানব্বই লাখ টাকা মূল্যের একটি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

আজ বুধবার এখানে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অভিযান পরিচালনা করে উক্ত গ্রাম থেকে পার্শ্ববর্তী শতগ্রাম এলাকার মৃত আবেদ আলীর পুত্র মো. আককাছ আলীকে (৫২) গ্রেফতার করে।

ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব সদস্যরা অর্জুনাহার গ্রামে একটি লাউ গাছের মাচার নিচে মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ এবং ৩৯৫ কেজি ওজনের এবং আনুমানিক তিন কোটি পঁচানব্বই লাখ টাকা মূল্যের একটি কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। এসময় অপর একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালানের সাথে জড়িত রয়েছে।  

আসামীদ্বয়ের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা  করা হয়েছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
ঝুঁকিপূর্ণ পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ : সাহস, প্রতিভা ও দায়িত্ববোধের অনন্য সাক্ষর
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
নবমীতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
১০