বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার 

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
বাগেরহাটে আজ বেলা সাড়ে ১১ টায় ৮ম জাতীয় খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বাগেরহাট, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় ৮ম জাতীয় খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম হাসান, জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক, মো. সামছুদ্দিন মোল্লা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাজার মনিটরিং বিষয়ক টাস্কফোর্সের আহ্বায়ক মো. মিরাজ শেখ, এ্যাড. মোশারফ হোসেন মন্টু, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, খাদ্য নিরাপদ রাখার জন্য পাঁচটি চাবিকাঠি অভ্যাস করি, সুস্থ থাকি। পরিচ্ছন্নতা বজায়, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। 

সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সব ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০