বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার 

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
বাগেরহাটে আজ বেলা সাড়ে ১১ টায় ৮ম জাতীয় খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বাগেরহাট, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় ৮ম জাতীয় খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম হাসান, জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক, মো. সামছুদ্দিন মোল্লা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাজার মনিটরিং বিষয়ক টাস্কফোর্সের আহ্বায়ক মো. মিরাজ শেখ, এ্যাড. মোশারফ হোসেন মন্টু, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, খাদ্য নিরাপদ রাখার জন্য পাঁচটি চাবিকাঠি অভ্যাস করি, সুস্থ থাকি। পরিচ্ছন্নতা বজায়, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। 

সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সব ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : ধর্ম উপদেষ্টা
সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সুপারিশ
স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালক জোবায়েরের ২৬ লাখ টাকা অবরুদ্ধ
মিরাজের ঘূর্ণিতে ২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা : সিপিডি
চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩
বৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলা: কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণ
এনএসআইয়ের সাবেক ডিজির ব্যাংক হিসাব জব্দের আবেদন দুদকের
বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও ওজনে কম দেওয়ায় জরিমানা
সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী শ্রমিকের মৃত্যু
১০