চট্টগ্রামে বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন 

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১
চট্টগ্রামে বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব ও যুব ক্যাব চট্টগ্রাম শাখা। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব ও যুব ক্যাব চট্টগ্রাম শাখা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাব নেতৃবৃন্দ মানববন্ধন শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দীনের কাছে বার্ন হাসপাতাল নির্মাণ এবং চমেক হাসপাতালে সেবার মানোন্নয়ন সংক্রান্ত ২১ দফা দাবির একটি স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধন কর্মসূচিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন সভাপতিত্ব করেন। 

ক্যাব যুব গ্রুপ আবু হানিফ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের যুগ্ম-সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সদরঘাট থানা সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, চকবাজার থানা সভাপতি আবদুল আলীম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
শ্রীলঙ্কায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬
যানজটের নওগাঁ শহরে আশার আলো চার লেন সড়ক
সি'র সঙ্গে সম্পর্ক স্থিরভাবে বিকশিত করার আশা কিমের: কেসিএনএ
১০