চট্টগ্রাম ওয়াসার পরিচালনা বোর্ড গঠন

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) পরিচালনা বোর্ড গঠন করেছে।
চট্টগ্রাম ওয়াসার ৯ সদস্যের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এএইচএম কামরুজ্জামান।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা জানান, দু’দিন আগে পরিচালনা বোর্ড গঠন করা হলেও মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি তিনি গতকাল মঙ্গলবার হাতে পেয়েছেন।

পাশা জানান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এএইচএম কামরুজ্জামানকে চেয়ারম্যান করা হয়েছে। নতুন বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। এছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে  কমিটির সদস্য হিসেবে আছেন রাসেল আহমেদ এবং পানি ব্যবহারকারীদের প্রতিনিধি আছেন সায়েদা জেরিনা হোসেন।
পাশা বলেন, আগামী সপ্তাহেই নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

গত ৩০ অক্টোবর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে একেএম ফজলুল্লাহকে অপসারণ করে সরকার। ওই পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশাকে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ৪২ক (২) ধারার বিধান অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তার লক্ষ্যে এই সব কর্মকর্তাদের সমন্বয়ে নির্দেশক্রমে একটি কমিটি গঠন করা হলো। গঠিত কমিটি ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ৪২ক (২) ও (৩) ধারার বিধান অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন এবং কমিটির সদস্যবৃন্দ বোর্ডের সব ক্ষমতা প্রয়োগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০