বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) উপাচার্য পদে আগাামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ  পদে নিয়োগ দিয়েছেন। আজ বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রনালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

আন্তর্জাতিক মানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাবেক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানিয়েছেন বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন এবং সেখানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে প্রায় ২৭ বছর কাজ করেন। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ডিন, প্রধান ও পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

তিনি অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য ২০০৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তার ১০৩টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম
পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল অর্থনৈতিক মুক্তির দর্শন : চসিক মেয়র
নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে : আসাদুল হাবিব দুলু
১০