বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

সংস্কার কমিশন ১২ ক্যাডার সার্ভিসের প্রস্তাব করেছে

জনপ্রশাসন সংস্কার কমিশন আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে। ছবি: পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অধীনে বিদ্যমান ইউনিফাইড ক্যাডার সার্ভিস বাতিল করে ১২টি প্রধান ক্যাডার সার্ভিস চালুর প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন এ প্রস্তাব করে।

এতে সুপারিশ করা ১২টি ক্যাডার সার্ভিস হচ্ছে- বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, বাংলাদেশ পাবলিক সিকিউরিটি সার্ভিস, বাংলাদেশ ফরেন সার্ভিস, বাংলাদেশ অ্যাকাউন্টস সার্ভিস, বাংলাদেশ অডিট সার্ভিস, বাংলাদেশ রেভিনিউ সার্ভিস, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বাংলাদেশ এডুকেশন সার্ভিস, বাংলাদেশ হেলথ সার্ভিস, বাংলাদেশ এগ্রিকালচার সার্ভিস, বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস এবং বাংলাদেশ আইসিটি সার্ভিস।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী নিজ নিজ কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।