চুয়াডাঙ্গায় ইসলামি ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪
আজ চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া। তিনি আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি স্বৈরাচারমুক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের উপহার দিলেন। ১৯৭১ সালে বীর ছাত্র-জনতা এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছিলো। পরবর্তী সময়ে কিছু চরিত্রহীন মানুষ এদেশকে আবার স্বৈরাচারে রূপান্তরিত করেছিলো। যারা ন্যায় প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক তাদের তারা দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমরা জানি যারা পরের জন্য কূপ কাটে সেই কূপেই তাদের পড়তে হয়।

শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং সাবেক সভাপতি শফিউল আলম বকুল। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি মাসুদ রানা, আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০