চুয়াডাঙ্গায় ইসলামি ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪
আজ চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া। তিনি আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি স্বৈরাচারমুক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের উপহার দিলেন। ১৯৭১ সালে বীর ছাত্র-জনতা এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছিলো। পরবর্তী সময়ে কিছু চরিত্রহীন মানুষ এদেশকে আবার স্বৈরাচারে রূপান্তরিত করেছিলো। যারা ন্যায় প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক তাদের তারা দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমরা জানি যারা পরের জন্য কূপ কাটে সেই কূপেই তাদের পড়তে হয়।

শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং সাবেক সভাপতি শফিউল আলম বকুল। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি মাসুদ রানা, আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০