চুয়াডাঙ্গায় ইসলামি ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪
আজ চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া। তিনি আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি স্বৈরাচারমুক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের উপহার দিলেন। ১৯৭১ সালে বীর ছাত্র-জনতা এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছিলো। পরবর্তী সময়ে কিছু চরিত্রহীন মানুষ এদেশকে আবার স্বৈরাচারে রূপান্তরিত করেছিলো। যারা ন্যায় প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক তাদের তারা দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমরা জানি যারা পরের জন্য কূপ কাটে সেই কূপেই তাদের পড়তে হয়।

শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং সাবেক সভাপতি শফিউল আলম বকুল। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি মাসুদ রানা, আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০