কুমারখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২
বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় তিন যুবক গ্রেফতার। ছবি : বাসস

কুষ্টিয়া, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের মাধ্যমে আসামিদের আজ কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।

আসামিরা হলেন - উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামের অহিদের ছেলে এস এম সুমন (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজেম আলী (৩৮) এবং জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই মহব্বত গ্রামের জিকু প্রামাণিকের ছেলে ফয়সাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায়  চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। পরে রাত ১২ টার পরে আটককৃতদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতি আইনে মামলা করা হয়। আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দস্যুতা প্রস্তুতিকালে দশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০