কুমারখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২
বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় তিন যুবক গ্রেফতার। ছবি : বাসস

কুষ্টিয়া, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের মাধ্যমে আসামিদের আজ কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।

আসামিরা হলেন - উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামের অহিদের ছেলে এস এম সুমন (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজেম আলী (৩৮) এবং জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই মহব্বত গ্রামের জিকু প্রামাণিকের ছেলে ফয়সাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায়  চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। পরে রাত ১২ টার পরে আটককৃতদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতি আইনে মামলা করা হয়। আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দস্যুতা প্রস্তুতিকালে দশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০