ছাত্রলীগের বিচার দাবিতে ঝিনাইদহে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯
ঝিনাইদহে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। ছবি : বাসস

ঝিনাইদহ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্তের দাবিতে ঝিনাইদহে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

আজ দুপুর দেড়টায়  জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে শহরের পায়রা চত্ত্বর থেকে মার্চ ফর জাস্টিস শুরু হয়।

পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কেশবচন্দ্র কলেজে গিয়ে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের বিচারের দাবিতে  অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন  কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ, সদস্য সচিব মেহেদী হাসান, ইমরান হোসেন, আব্দুস সালাম, মাহবুব আলম মিলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক রনক হাসানসহ প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার বাংলার মাটিতে করতে হবে। আমরা দেখছি, এখনও সন্ত্রাসী ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০