শিরোনাম
ঝালকাঠি, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মো. বাকিয়ার মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ ভোর ৬ টার দিকে দপদপিয়া জিরোপয়েন্টের কাছাকাছি খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাকিয়ার মোল্লা বরিশাল সিএমএইচে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এসময় আহত হন তার সহকর্মী মো. আরিফুল ইসলাম (৩২) ও সিএনজি চালক মো. বাবু (২৮) ।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, বাকিয়ার মোল্লা ও আরিফুল ইসলাম বরিশাল থেকে সিএনজিতে করে লেবুখালী যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি।
স্থানীয়দের সহায়তায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আরিফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সিএমএইচে স্থানান্তর করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে সিএনজি চালক বাবুকে ।
ওসি আব্দুস সালাম আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং তবে পালিয়ে গেছে চালক ও তার সহকারী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।