বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করুন : বেরোবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আজ বেরোবিসাস কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপনের আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, আপনারা যারা এই শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা ভালো শিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের বাইরে সুপ্রতিষ্ঠিত হতে পারলে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হবে। এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিয়ে দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এরআগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেরোবিসাস কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

বেরোবিসাস কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২৫-২০২৬) দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন-সভাপতি, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ইমন আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু 
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০