ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

ময়মনসিংহ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার তারাকান্দার মেছেড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে আজ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর আভিযানিক দল।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন লাল মিয়া। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ খোকন মিয়া (৩২) বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ঘটনার পর র‌্যাব-১৪ এর আভিযানিক দল দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযান চালিয়ে আসামি রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। অপরদিকে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। আসামিদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০