ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

ময়মনসিংহ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার তারাকান্দার মেছেড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে আজ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর আভিযানিক দল।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন লাল মিয়া। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ খোকন মিয়া (৩২) বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ঘটনার পর র‌্যাব-১৪ এর আভিযানিক দল দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযান চালিয়ে আসামি রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। অপরদিকে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। আসামিদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০