ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

ময়মনসিংহ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার তারাকান্দার মেছেড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে আজ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর আভিযানিক দল।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন লাল মিয়া। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ খোকন মিয়া (৩২) বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ঘটনার পর র‌্যাব-১৪ এর আভিযানিক দল দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযান চালিয়ে আসামি রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। অপরদিকে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। আসামিদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু 
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০