ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

ময়মনসিংহ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার তারাকান্দার মেছেড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে আজ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর আভিযানিক দল।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন লাল মিয়া। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ খোকন মিয়া (৩২) বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ঘটনার পর র‌্যাব-১৪ এর আভিযানিক দল দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযান চালিয়ে আসামি রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। অপরদিকে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। আসামিদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০