নওগাঁয় তিন ভাইসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ছবি: বাসস

নওগাঁ, ৬ ফেব্রুয়ারি,  ২০২৫ (বাসস) : জেলার মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন সহোদর ভাইসহ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার বাকি ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈকত ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), তাঁর ভাই আব্দুস সালাম (৬০)  ও আবুল কালাম আজাদ (৫৫), আব্দুস সালামের ছেলে আশরাফ (৪০) ও উপজেলার আতুরা গ্রামের সুবিদ সোনারের ছেলে ইব্রাহিম হোসেন (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ২৪ এপ্রিল ফজলুর রহমানকে পিটিয়ে হত্যা করে আসামীরা। ওই দিনই নিহত ফজলুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এই মামলার শুনানি চলাকালে তিন আসামির মৃত্যু হয়েছে।

ফলে ১৬ আসামির বিরুদ্ধে পরিচালিত হয় মামলার বিচার কার্যক্রম। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় ২২জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০