নওগাঁয় তিন ভাইসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ছবি: বাসস

নওগাঁ, ৬ ফেব্রুয়ারি,  ২০২৫ (বাসস) : জেলার মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন সহোদর ভাইসহ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার বাকি ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈকত ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), তাঁর ভাই আব্দুস সালাম (৬০)  ও আবুল কালাম আজাদ (৫৫), আব্দুস সালামের ছেলে আশরাফ (৪০) ও উপজেলার আতুরা গ্রামের সুবিদ সোনারের ছেলে ইব্রাহিম হোসেন (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ২৪ এপ্রিল ফজলুর রহমানকে পিটিয়ে হত্যা করে আসামীরা। ওই দিনই নিহত ফজলুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এই মামলার শুনানি চলাকালে তিন আসামির মৃত্যু হয়েছে।

ফলে ১৬ আসামির বিরুদ্ধে পরিচালিত হয় মামলার বিচার কার্যক্রম। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় ২২জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০