নওগাঁয় তিন ভাইসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ছবি: বাসস

নওগাঁ, ৬ ফেব্রুয়ারি,  ২০২৫ (বাসস) : জেলার মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন সহোদর ভাইসহ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার বাকি ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈকত ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), তাঁর ভাই আব্দুস সালাম (৬০)  ও আবুল কালাম আজাদ (৫৫), আব্দুস সালামের ছেলে আশরাফ (৪০) ও উপজেলার আতুরা গ্রামের সুবিদ সোনারের ছেলে ইব্রাহিম হোসেন (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ২৪ এপ্রিল ফজলুর রহমানকে পিটিয়ে হত্যা করে আসামীরা। ওই দিনই নিহত ফজলুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এই মামলার শুনানি চলাকালে তিন আসামির মৃত্যু হয়েছে।

ফলে ১৬ আসামির বিরুদ্ধে পরিচালিত হয় মামলার বিচার কার্যক্রম। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় ২২জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৪৯২
রংপুরে ধান ক্ষেতে সমন্বিত চাষে বদলে গেল কৃষকের ভাগ্য
সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক
ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড
পর্তুগালে নির্বাচনে মধ্য-ডানপন্থীরা এগিয়ে
দিনাজপুর হাবিপ্রবি'র স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ২১ ও ২২ মে
জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
‘ভাদ্রা’:  যেন এক ঝুলন্ত কানের দুল
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৩৩, অর্ধেকেরও বেশি শিশু : উদ্ধারকারি
সীতাকুণ্ডে সমুদ্রে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
১০