রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের নামফলক ভেঙে নতুন নাম স্থাপন

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০
রাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদল করেছে শিক্ষার্থীরা। ছবি : বাসস

রাজশাহী, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেখ মুজিবুর রহমানসহ তার স্বজনদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে নির্মাণাধীনসহ চারটি আবাসিক হলের নামফলক ভেঙে নতুন নাম সাটিয়ে দেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’, নির্মাণাধীন শহিদ এএইচএম কামরুজ্জামান হলের পরিবর্তে ‘শহিদ আলী রায়হান হল’, নির্মাণাধীন শেখ হাসিনা হলের পরিবর্তে ‘ফাতিমা আল-ফাহরিয়া হল’ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে ‘নবাব ফয়জুন নেসা চৌধুরাণী’ নাম দিয়ে ব্যানার টানিয়ে দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’ স্লোগানে মাতিয়ে রাখেন পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সারা দেশের আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। যদি নাম পরিবর্তন করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমেই করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০